• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সারাদেশে শীতজনিত রোগে শিশুসহ ৭৩ জনের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

পৌষের শীতে কাঁপছে দেশ। একইসঙ্গে সারাদেশে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এসব রোগে আক্রান্ত হয়ে শিশুসহ এখন পর্যন্ত ৭৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়া শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও তিনজন মরা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর ১৪ নভেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিবরণে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের ডিপিএম ই-হেলথের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৯ হাজার ৫৬ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৬৫ জন। মারা গেছেন তিনজন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১১ হাজার ৩৬২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৩ হাজার ৫৮২ জন, চট্টগ্রামে ১৮ হাজার জন, রাজশাহীতে ১ হাজার ৮৩৬ জন, রংপুরে ১ হাজার ৪৭২ জন, খুলনায় ছয় হাজার ৬১৭ জন, বরিশালে ৩ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৮৬৬ জন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪৯ জন মৃত্যুবরণ করেছে।

এছাড়া ময়মনসিংহে ২০ জন, খুলনায় দু’জন ও বরিশালে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডায়রিয়ার তথ্য তুলে ধরে বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ৫২১ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১২ হাজার ৬৯৪ জন, চট্টগ্রামে ৩০ হাজার ২৮৬ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৫ জন, রংপুরে ৮ হাজার ৪০৫ জন, খুলনায় ১৬ হাজার ৬০৫ জন, বরিশালে ১০ হাজার ৩৭৬ জন এবং সিলেট বিভাগে ছয় হাজার ৯৬৩ জন ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ