• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জুন ২০২৪  

সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যথেষ্ট। তবে এডিস ঠেকাতে না পারলে চিকিৎসা প্রস্তুতি হাজারো নিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু চিকিৎসার জন্য ওষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার (০২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আলোচনার জন্য দ্রুতই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত।

তিনি বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে না, এমন কোনো প্রকল্প আর নেয়া হবে না। বাজেটে সরকার যে বরাদ্দ দেবে, সেটা যেন যথাযথভাবে খরচ করা যায়, সেই চেষ্টা করা হবে।

বাংলাদেশে টিকা প্ল্যান্ট স্থাপনে যুক্তরাজ্য সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারিগরি সহযোগিতা করবে উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, প্রকল্পে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক। তবে এজন্য প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করতে হবে।

যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে বিভিন্ন মাধ্যমে প্রচারণা জোরদার করা উচিত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নিয়মিত তদারকি করা উচিত।

স্বাস্থ্যমন্ত্রী এসময় আরও জানান, অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি, এটি আপাতত স্থগিত আছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ