• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘গুম’ হওয়ারা বিএনপির মিছিল করছে: শেখ হাসিনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশে যাদের গুম হওয়ার কথা বলা হয়েছে, সেই গুম হওয়ারাও এখন বিএনপির মিছিল করছে। অনেকে আবার ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাংলাদেশের সরকারপ্রধান। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়া এই সাক্ষাৎকার নিয়েছেন। বিশেষ এই সাক্ষাৎকারটি ভয়েস অব আমেরিকার ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

বাংলাদেশে যে গুম-খুনের অভিযোগ উঠেছে, সে বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নিরেপক্ষ একটি তদন্ত কমিশন গঠন প্রস্তাব দিয়েছে। এতে বাংলাদেশে অবস্থান জানতে চাইলে জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটা মানবাধিকার কমিশন আছে। তারা কিন্তু তদন্ত করছে। যখন আমরা তালিকা চাইলাম, তখন ৭০ জনের একটা তালিকা দেওয়া হলো। সেখানে দেখা গেল বেশির ভাগই বিএনপির অ্যাকটিভিস্ট, তারা মিছিল করছে। অনেকে ব্যক্তিগত কারণে ঋণ পরিশোধ করতে পারছে না, এ জন্য নিজেদের সরিয়ে নিয়েছে।’

সম্প্রতি বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন একটি বক্তব্য দিয়েছে বলেছেন, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। সরকারের এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমাদের তো এমনিতেই ঘনবসতির দেশ। তার ওপর এত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া। দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকা তো একটা বোঝার মতো হয়ে যাওয়া। কত দিন এই রিফিউজি থাকবে, তাদের তো নিজের দেশে ফিরে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটা ব্যবস্থা নেন যাতে তারা নিজের দেশে ফিরে যেতে পারে।’

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা দীর্ঘদিন থাকার ফলে কক্সবাজারের সমস্ত পরিবেশ নষ্ট হয়ে গেছে। এছাড়াও ইদানীং আবার মিয়ানমারে গোলমাল শুরু হয়েছে। তো এ জন্যই বলা হয়েছে, আমরা তো আর নিতে পারব না, সম্ভব না।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ