• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

আফ্রিকার দেশ কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় ২৭২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) প্রাণহানির সংখ্যা বৃদ্ধির এ তথ্য প্রকাশ করেন দেশটির শিল্পমন্ত্রী জুলিয়ান পালুকু। খবর ডয়েচে ভেলের।

এর আগে গত সপ্তাহে কিশিশে এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় দেশটির বিদ্রোহী গোষ্ঠীরা। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি গির্জায় ঢুকেও গুলি ছোড়ে আততায়ীরা। নিহতদের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক শিশু। বর্বর এ হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহী গোষ্ঠী ‘এম- টোয়েন্টি থ্রি’কে দায়ী করছে সরকার।

এদিকে, হামলার অভিযোগ সাফ অস্বীকার করেছে বিদ্রোহীরা। এ ঘটনায় দেশটিতে তিন দিনের শোক পালন করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে চালানো হচ্ছে তদন্ত অভিযান।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনও কঙ্গোয় এমন বর্বরতার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। এরজন্য বিচারের কাঠগড়ায় তোলা উচিত অপরাধীদের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ