• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চীন-রাশিয়া-ইরানের যৌথ সামরিক মহড়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে সামরিক মহড়া শুরু করেছে চীন, রাশিয়া ও ইরান। নৌ নিরাপত্তা সমৃদ্ধ করতেই এই পদক্ষেপ তাদের।ওমান উপসাগরে যৌথ সামরিক মহড়ার এই আয়োজন করেছে। রুশ ও চীনা প্রতিরক্ষামন্ত্রীরা (বুধবার) এই মহড়ার ঘোষণা করেছেন বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম। ‘সিকিউরিটি বন্ড-২০২৩’ নামের এই মহড়া ১৫ই মার্চ শুরু হয়েছে, যা শেষ হবে ১৯শে মার্চ। তাছাড়া এই মহড়ায় আরও কিছু দেশ যোগ দিচ্ছে বলেও জানানো হয়।

রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে রোববার পর্যন্ত স্থায়ী এই মহড়ার লক্ষ্য হবে সংশ্লিষ্ট সামরিক বাহিনীগুলোর 'যৌথ পরিকল্পনা' পরিচালনা, দিবা ও নৈশকালীন গোলা নিক্ষেপ। এছাড়া জব্দ করা জাহাজ উদ্ধার এবং দুর্যোগে পড়া জাহাজকে সহায়তা নিয়েও মহড়া চালাবে তিন নৌবাহিনী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ