• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ক্যান্সারে আক্রান্ত বাবা চার্লসকে দেখতে যাচ্ছেন প্রিন্স হ্যারি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে যাচ্ছেন। বাবাকে দেখতে যাচ্ছেন তিনি। বর্তমানে স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি।

প্রিন্সের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বলেছে, চার্লসের সঙ্গে কথা বলেছেন হ্যারি। শিগগিরই তিনি চার্লসের সঙ্গে দেখা করবেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস বলেছে, রাজা তৃতীয় চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।

২০২২ সালে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৫ বছর বয়সী চার্লস।

এদিকে স্ত্রী মেগানকে বিয়ের পর ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন প্রিন্স হ্যারি। তার পর থেকে রাজপরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কে টানাপড়েন চলছিল। রাজকীয় অনুষ্ঠানে হ্যারি শেষবার উপস্থিত হয়েছিলেন গত বছরের মে মাসে, রাজার রাজ্যাভিষেকের সময়।

খুব অল্প সময়ের জন্য তিনি অনুষ্ঠানে এসেছিলেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠানের পরপরই চলে যান তিনি।

প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, গতকালই রাজার ক্যান্সারের নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে। তিনি আপাতত জনসমক্ষে উপস্থিতি বন্ধ রাখবেন।

তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাবেন। কিছুদিন আগে রাজা চার্লস হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান। পরে বলা হয়, তার প্রস্টেট গ্রন্থির সমস্যা হয়েছে।

প্যালেস বলেছে, এটি প্রস্টেট ক্যান্সার নয়, তবে প্রস্টেটের সমস্যার চিকিৎসা নিতে গিয়েই ধরা পড়ে। ক্যান্সারের ধরন জানানো হয়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ