• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৯ বাংলাদেশির মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪  

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌযান ডুবে অন্তত ৯ বাংলাদেশি মারা গেছেন। জীবিত উদ্ধার করা ৪৩ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি।

তিউনিশিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানটি লিবিয়া থেকে ছেড়ে যাওয়ার পর খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এক পর্যায়ে তিউনিশিয়া উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরবর্তী অবস্থানে নৌযানটি ডুবে যায়। উদ্ধার অভিযানে পাওয়া লাশগুলোর ৯ জনই বাংলাদেশি। মানব পাচারকারীদের সহায়তায় অভিবাসন প্রত্যাশিদের নিয়ে নৌযানটি ইউরোপে যাচ্ছিলো।

তিউনিশিয়ার বন্দর নগরী জুওয়ারায় নেওয়ার পর জীবিতদের বেশিরভাগকে অভিবাসী ও শরণার্থী বন্দি শিবিরে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর অসুস্থ একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ওই অঞ্চলে মানবপাচারকারীদের একটি আস্তানায় হানা দিয়ে ৪০ জনের বেশি বাংলাদেশিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মানবপাচার ও উদ্ধারের এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। সূত্র: ব্রাজিল পোস্ট 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ