• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গাজায় যাওয়া ত্রাণবাহী ট্রাক আটকে খাবার নিয়ে গেল ইসরায়েলিরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

গাজায় যাওয়া ত্রাণবাহী ট্রাক আটক করে তার মালামাল লুট করে নিয়ে গেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এছাড়া খাবারের অনেক প্যাকেট ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়া হয়েছে। সোমবার (১৩ মে) অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি

ত্রাণবাহী ট্রাকটি জর্ডান থেকে হারবর্নের তারকুয়ামিয়া চেকপয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় যাচ্ছিল। ওই এলাকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

ইসরায়েলি বিক্ষোভকারীদের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস।

ইসরায়েলি বিক্ষোভকারীরা বলছে, দীর্ঘ সময় ধরে গাজায় জিম্মি থাকা ইসরায়েলির জন্য তারা বিক্ষোভ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা ট্রাক থেকে খাবারের বক্সগুলো ফেলে দিচ্ছে এবং সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। যদিও এসব ভিডিও’র সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

ইসরায়েলির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টিজাভ দলের ৯ জন কর্মীরা এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। তাদেরকে ডানপন্থি দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে গাজায় ত্রাণ সরবরাহে তারা বাঁধা দিচ্ছে। কারণ সেখানে ইসরায়েলি জিম্মিরা রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ