• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

তালহা বিন জসিম জানান, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন বলেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। এখনও আগুন নেভানোর কাজ চলছে। এ ঘটনায় ট্রেন থেকে কয়েকজন লাফ দিয়ে আহত হয়েছেন, তবে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের টিম কাজ করছে, বলেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ