• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং ১ লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের রাজ্যসভার লিডার অব দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ড. হাছান বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি করি, সেসব নিয়ে আলোচনা করেছি। রোজার আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং ১ লাখ টন চিনি আমদানির বিষয়ে বিস্তারিত কথা বলেছি। অন্যান্য ব্যাপারেও আলাপ হয়েছে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ভারত সরকার আমাদের পাশে ছিল। ফলে সেসব নস্যাৎ হয়েছে। এতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে। বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ভারতীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। এক্ষেত্রে ভাই হিসেবে সবসময় এদেশের পাশে থাকবে ভারত। এ নিয়ে দিল্লি সরকার অঙ্গীকারাবদ্ধ। কেন্দ্রীয় সরকারের সবাই তাতে সমর্থন জানায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ