• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

ভারত থেকে আসা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম সিটির খোলাবাজার থেকে টিসিবির কার্ডধারী পরিবারের লোকজন তা কিনতে পারছেন। পাশাপাশি সাধারণ ভোক্তারাও ক্রয় করতে পারছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ কিনছে সরকার। এর মধ্যে প্রথম চালানে দেশে এসেছে ১৬৫০ টন। ঢাকার ১০৩টি, চট্টগ্রামের ৫০টি এবং গাজীপুরের ১৫ থেকে ২০টি স্থানে তা  বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে পেঁয়াজ। একজন সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। তবে আড়াই কেজির প্যাকেজ কিনলে গুণতে হবে ১০০ টাকা।

কিছুদিন আগে দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এতে স্বস্তি ফেরাতে ভারত থেকে জিটুজি পদ্ধতিতে মসলাজাতীয় পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ইতোমধ্যে স্থানীয় বাজারে দর বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় দেশটির সরকার। এতে বিপাকে পড়ে বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে দেশে পণ্যটির মূল্য রাতারাতি বৃদ্ধি পায়।

গত ২৭ মার্চ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। সেই অনুসারে টিসিবির জন্য দেশটির ন্যাশনাল করপোরেটিভ এক্সপোর্ট লিমিটেড থেকে রান্নাঘরের মুখ্য পণ্যটি আনা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ