• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪  

চলতি অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে, আগামী বছর তা আরো কমে ৫ দশমিক ৭ শতাংশ হবে- এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ। তবে, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনীতি ভালো আছে। প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে আইএসএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে। সেখানে সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি সরকারের লক্ষ্যমাত্রার দেড় শতাংশ কম হবে।

বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেয়া উদ্যোগগুলো কাজে লাগছে। আগামী অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ। এসময় অর্থনৈতিক উত্তোরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন আবুল হাসান মাহমুদ আলী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ