• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

উপজেলা নির্বাচন: ৯৯৯-এ জানানো যাবে অভিযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ মে ২০২৪  

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মতো পরবর্তী তিনটি ধাপেও ৯৯৯-এ অভিযোগ জানানো যাবে। ৮ মে প্রথম ধাপের নির্বাচন শেষ হয়েছে। পরবর্তী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন যথাক্রমে ২১ মে, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে। 
উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৭ থেকে ১৮ জনের দল নিরাপত্তার দায়িত্বে থাকবে। 

গেলো ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি ধাপের প্রতি ধাপে নির্বাচনের পূর্বের ২ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোন সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্য, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ