• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

ধর্ষণের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। এতে যান চলাচল বন্ধ যাওয়ায় আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা ১২টার পর শাহবাগ মোড় অবরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এর আগে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় আজ সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। এছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, মেডিকেল বোর্ড গঠন করে ওই ছাত্রীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ধর্ষণের ঘটনার বিচার দাবি করে কয়েক হাজার শিক্ষার্থী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিচার দাবি করছেন।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হয়েছেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ