• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্রিংলার সঙ্গে তরিকতের মাইজভান্ডারীর সাক্ষাৎ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী। টুইট করে গতকাল সোমবার বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাক্ষাতের একটি ছবি পোস্ট করে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি লিখেছেন, তরিকত ফেডারেশনের এই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় উভয় দেশের অভিন্ন ‘সিভিলাইজেশনাল হেরিটেজ’ এবং ‘পিপল টু পিপল’ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তারা।

এর আগে হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় ভারতীয় হাইকমশনার থাকাকালে তার সঙ্গে বিভিন্ন সময়ে একাধিকবার শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন নজিবুল বশর মাইজভান্ডারী ও তৈয়বুল বশর মাইজভাণ্ডারী। সেই ছবি শ্রিংলার অফিসিয়াল ফেইজবুক ফেইজে আপলোড হতে দেখা গেছে।

বাংলাদেশ তরিকত ফেডারেশন বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নৌকার টিকিটে একাদশ সংসদের এমপি হয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ