• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিএসএমএমইউ উপাচার্যের মায়ের দাফন সম্পন্ন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মাতা হোসনে আরা বেগমের (১০২) গতকাল দাফন সম্পন্ন হয়েছে। 
এক আগে সকাল ১০টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন। পরে উপজেলার খায়েরহাট নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

হোসনে আরা বেগম সোমবার দুপুরে জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রামে নিজ বাসভবনে বাধ্যর্কজনিক কারণে ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ৫ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার বড় ছেলে মহসিন আহমেদ, মেজো ছেলে ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ছোট ছেলে সালাউদ্দিন আহমেদ মায়ের  জন্য সবার কাছে দোয়া চান। 
এ সময় নামাজে  জানাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ্ আল হারুন, কাশিয়াানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ