• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুলাভাই-শ্যালকের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দী ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার খাটিয়াগড় এলাকার নুরুল হক শিকদারের ছেলে নিয়ামুল শিকদার (২৫) ও সদর উপজেলার মাঠলা গ্রামের আমজাদ মোল্লার ছেলে মোস্তাইন মোল্লা (১৭)। তারা সম্পর্কে দুলাভাই-শ্যালক।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের হাউস ইন্সপেক্টর মো. রাজিব হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দী ফকির বাড়ি এলাকায় খুলনাগামী একটি বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ামুল শিকদার ও মোস্তাইন মোল্লা নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মোজাম্মেল হক বলেন, নিহত নিয়ামুল শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় নিজ বাড়ি থেকে শ্যালক মোস্তাইন মোল্লাকে নিয়ে মোটরসাইকেলযোগে সদর উপজেলার মাঠলা গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের পাইককান্দী ফকির বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ