• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ছিনতাই হওয়া সিলিন্ডারবোঝাই ট্রাক উদ্ধার, গ্যাস উধাও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬টি গ্যাসভর্তি সিলিন্ডারসহ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে কোনো সিলিন্ডার পাওয়া যায়নি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে ওই ট্রাকটি উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। এর আগে বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা বাজার থেকে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি ছিনতাই হয়।

জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোংলা থেকে ৫৯৬টি বোতল ওমেরা কোম্পানির গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি নিয়ে ইমরুল কাজী রাত পৌনে ১২টার দিকে বেলতলা বাজারে পৌঁছান। পরে ট্রাকটি সড়কের পাশে রেখে ইমরুল কাজী বাড়িতে যান। এই সুযোগে ছিনতাইকারীরা বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি ঢাকার দিকে রওনা হয়ে দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে। এই সূত্র ধরে পুলিশ ট্রাকটি উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার দুপুরে ট্রাকটি উদ্ধার হলেও সিলিন্ডারের বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ