• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার বনগ্রাম বঙ্গবন্ধু মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

পরে একই স্থানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রদর্শনীতে প্রাণিসম্পদ সর্ম্পকিত গরু, ছাগল, হাস, মুরগী, ঘোড়া, কবুতর, ভেড়া, গাড়ল সহ অনেক প্রজাতির প্রাণি প্রদর্শন করান হয়।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেষনের যুগ্ম আহবায়ক কানতারা খান। বিষেশ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, তাপসি বিশ্বাস দূর্গা, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, মহারাজপুর ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচলনা করেন মুকসুদপুর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার অভিমান্য নাগ।  

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন প্রানিসম্পদ সম্প্রসারণ অফিসার মোমিনুল হক, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার আলমাচুর রহমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ