• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না চিকিৎসকের, সড়কে গেল প্রাণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

পূজা উদযাপন করতে নিজ কর্মস্থল গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল। কিন্তু পরিবারের সঙ্গে সাক্ষাতের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন চিকিৎসক।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা পৌঁছালে ডা. তপন কুমার মন্ডলের ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তপন কুমার মন্ডল বাগেরহাটের চিতলমারি উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে তপন কুমার মন্ডলের মরদেহ তার নিজ কর্মস্থল শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। মরদেহ মেডিকেল কলেজে পৌঁছোনোর পর সেখানে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষক-শিক্ষার্থীর কান্নায় ভারী হয়ে ওঠে মেডিকেল কলেজ ক্যাম্পাস। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ