• ||

  • ||

দৈনিক গোপালগঞ্জ

আ.লীগ ক্ষমতায় না এলে বন্ধ হবে পদ্মা সেতুর কাজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি; পদ্মা সেতু নির্মাণ করছি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই নৌকায় উন্নয়নের জন্য ভোট দিন।’ 

সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ. কে. আজাদ ও সাবেক পুলিশ সুপার মাহবুব হোসেন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এম হক বাবু, ভাঙ্গার ঘারুয়া ইউপি চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা প্রমুখ। 

ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ আরও বলেন, ‘আপনার একটি ভোট আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করবে। এমনও হয় যে, এক সিটের জন্য সরকার গঠন করতে পারলাম না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আমি জানি, অনেকে অনেক কথা বলে আপনাদের সামনে হাজির হবে। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে- সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ নিয়ে কেউ যেন আপনাদের সামনে আসতে না পারে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই এলাকায় আপনাদের সন্তানরা লেখাপড়া করে আলোকিত জীবন পাবে।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের। আমাদের একটাই লক্ষ্য, জাতির পিতার স্বপ্ন পূরণ করা। সেটা সম্ভব হবে আগামী নির্বাচনে আপনারা যদি নৌকায় ভোট দেন।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল এ দেশ। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’ 

বিশেষ অতিথির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, ‘আমি এখানে বিবেকের তাড়নায় এসেছি। আমি একজন সৎ ও ভদ্রলোকের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি।’

তিনি বলেন, ‘কাজী জাফরউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। তিনি এ এলাকার মাটি ও মানুষকে ভালোবাসেন। তিনি বাকি জীবন এই এলাকার মানুষের সেবা করে কাটাতে চান। গত নির্বাচনে এ আসনে নৌকা জয়লাভ না করতে পারায় ঢাকায় আমরা ঠিকানাবিহীন হয়ে পড়েছি। এবারে আমরা তাকে নির্বাচিত করে সারাদেশে আমাদের অবস্থানকে শক্ত করতে চাই। তিনি নির্বাচিত হলে এ এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ