• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাতৃভাষা দিবস ঘিরে আ. লীগের কর্মসূচি ঘোষণা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় জাতীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহিদদের শ্রদ্ধা জানানো হবে। পরে সকাল ৭টায় রাজধানীর নিউমার্কেট থেকে প্রভাতফেরি যাবে। এছাড়া দিবসটিকে ঘিরে আগামী ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের তেজগাঁওয় কার্যালয়ে একুশের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কলো পতাকা উত্তোলন। পাশাপাশি সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং সেখান থেকে নিঃশব্দ পায়ে প্রভাত ফেরি আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে যাত্রা এবং শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ