• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ব্যর্থতায় বেসামাল বিএনপি: কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

সরকারের পতন ও নির্বাচন বানচালের বিএনপির আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর দলটির নেতাকর্মীরা বেসামাল ও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এসবই মিথ্যাচারের ধারাবাহিকতা।

‘বিএনপি নেতাদের গলার জোর কমেছে, কিন্তু মুখের বিষটা আরো উগ্র হয়ে গেছে। তারা যে বিরোধীদল, তা নেতাকর্মীদের বোঝাতেই মিথ্যাচার করছে,’ বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ও আন্দোলনে বিএনপি নেতাদের ব্যর্থতার দগদগে ঘা। এখন বিএনপি তাদের ব্যর্থতার দায় চাপাচ্ছে সরকারের ওপর। ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে।

আওয়ামী লীগ বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয় বলেও মন্তব্য করেন কাদের। বলেন, যারা প্রভু নিয়ে আসতে চায়, তাদের প্রভুত্ব মানা হবে না।

সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রীসংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, এ দেশের জনগণ কোনো উসকানিতে পা দেয়নি, প্রলুব্ধ ও প্ররোচিত হয়নি।

‘মানুষ বোঝে দ্রব্যমূল্য ইস্যুতে সরকারের কোন দোষ নেই। আগামী রমজানেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, পণ্যের যথেষ্ট সরবরাহ থাকবে,’ বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

আর চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে এবং একটি মানুষ‌ও না খেয়ে মরেনি বলেও জানান তিনি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ