• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মধ্যবর্তী নির্বাচন কী মামা বাড়ির আবদার: ওবায়দুল কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

মধ্যবর্তী নির্বাচন হবে কোন দুঃখে? এটা মামা বাড়ির আবদার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদেশের বাস্তবতায় ৭ জানুয়ারির নির্বাচনের মানদণ্ড ঠিকই আছে। মানদণ্ড একেবারে তলানিতে ঠেকলে বাইডেনসহ সরকার প্রধানরা অভিনন্দন জানাতেন না বলেও মন্তব্য তার।

রবিবার (১০ মার্চ) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শনিবার ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়েছেন। কিছু জায়গায় জয়ীও হয়েছে। তাই এরপর বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা মানায় না। ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়ন প্রতিবেদনেরও জবাব দেন তিনি।

সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব কিংবা মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনার কথা নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, সন্ত্রাস যেখানে বিএনপিও সেখানে। নাকচ করে দেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাও 

খেজুরের পরিবর্তে পেয়ারা-বর়ই খাওয়ার প্রসঙ্গটি শিল্পমন্ত্রী কথায় কথায় বলে ফেলেছেন। এগুলো দলের বক্তব্য নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ