• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা ঘোষণার মেন্ডেট কারো ছিল না:ওবায়দুল কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭৫ এর হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই স্বাধীনতার ঘোষক ও ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। ওই সময় বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার ঘোষণার মেন্ডেট কারো ছিল না।

রবিবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের এ কথা বলেন। 

বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমি রাজনীতি করি, সে জন্য বুয়েটে আমি যেতে পারব না? এটা কোন ধরনের আইন?'

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। ৫৩ বছর পরও বিতর্ক চলছে কে স্বাধীনতার ঘোষক? তিনি আবারো দাবি করেন, স্বাধীনতার ঘোষণার পাঠক, ঘোষক হতে পারে না। তিনি বলেন, এই ঘোষণা করার অধিকার কার ছিল? ৭০ এর নির্বাচন কাকে মেনডেট দিয়েছিল জনগণ? 

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার ঘোষণার মেন্ডেট আর কারো ছিল না। সভায় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন বানচালের অনেক চক্রান্ত ছিল। এই চক্রান্ত ব্যর্থ করতে শেখ হাসিনার কিছু রাজনৈতিক কৌশল ছিল। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ