• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

সৌদি পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ জন বাংলাদেশি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন ৬৫ হাজার ৪০৪ জন। শনিবার (৮ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, মোট ১৭৯টি ফ্লাইটে শনিবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ জন বাংলাদেশি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৪টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় নয়জন এবং মদিনায় তিনজন মারা গেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শুক্রবার (৭ জুন) থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হয়েছে। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এছাড়া পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ