• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের ৯ পদক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপের টেবিল টেনিসে (টিটি) গত আসরে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের অরুণাচলে খুব কাছে গিয়ে স্বর্ণ মিস করলেও, বিভিন্ন ইভেন্টে তারা একাধিক পদক জিতেছে। মালদ্বীপে অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশ একটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার তাদের দখলে সাতটি ব্রোঞ্জ ও দুইটি রৌপ্য পদক।

আজ (১৭ মে) সকালে অনূর্ধ্ব-১৯ দলের হৃদয়-রামহিম জুটি শক্তিশালী ভারতীয় জুটি জস মোদি ও শ্রীবাস্তের সঙ্গে অসাধারণ খেলেন। প্রথম দুই গেমে ৭-৫ এবং ৯-৭ পয়েন্টে এগিয়ে থাকা সত্ত্বেও, তারা দুটো গেমই হেরে যান। তৃতীয় গেম জিতলেও বাংলাদেশ চতুর্থ গেমে হারে ৩-১ সেটে। অনূর্ধ্ব-১৫ জুটির হাসিব ও মাহি প্রত্যেকটি গেমে ফাইট করেও ভারতের অভিন্দ ও পিয়নুজ জুটির সঙ্গে ০-৩ সেটে হেরে রৌপ্য পদক জেতেন।
 
অনূর্ধ্ব-১৯ এককের সেমিফাইনালে হৃদয় হেরে যান ভারতের জেইনের কাছে ও রামহিম হারান অংকুর। হৃদয়-রামহিম দুজনই ব্রোঞ্জ জেতেন। চমক ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ ইভেন্টেও। প্রথমবারের মতো এই পর্যায়ে বাংলাদেশি কোনো নারী সেমিফাইনালে পৌঁছান । সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের খই খই সাই মারমা শক্তিশালী শ্রীলঙ্কান খেলোয়াড়কে হারান। পরবর্তীতে সেমিফাইনালে খই খই হেরে যান ভারতীয় খেলোয়াড়ের কাছে।

দলগত অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে তিন দলের মধ্যে টাই হয়ে স্বর্ণপদক মিস করে বাংলাদেশ। এবার স্বর্ণ জিততে ব্যর্থ হলেও, দেশের পদকসংখ্যা গতবারের চেয়ে বেশি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ