• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রতিবন্ধী শিশুরা আকলেন শহীদ মিনার ও জাতীয় পতাকা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মতৃভাষা দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রং তুলিতে আকলেন শহীদ মিনার ও জাতীয় পতাকা। প্রজ্জ্বলিত গোপালগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করে।

আজ বুধবার দুপুরে জেলা সদরের মহিলাঙ্গণ প্রতিবন্ধী স্কুলে এই চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় গোপালগঞ্জের বিভিণ্ন প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। তারা অংকন করেন শহীদ মিনার, জাতীয় পতাকা ও প্রাকৃতিক দৃশ্য।এসব শিশুদের সুবিধামত সময়ে জেলা প্রশাসনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। 

প্রতিবন্ধী শিশুদের ছবির মাধ্যমে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরায় আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

আর আয়োজক সংগঠনের পরিচালক জানিয়েছেন, এসব শিশুদের কাছে ভাষা দিবসের গ্ররুত্ব তুলে ধরতে এই আয়োজন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ