• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কখনোই মেয়েদের ‘আইটেম’ হিসেবে দেখাতে চাইনি: সালমান খান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

বলিউডের সুপারস্টার সালমান খান কিছুদিনে আগেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাংলাদেশে এসেছিলেন। সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। সেখানে প্রধানমন্ত্রীর বেশ প্রশংসাও করেন ভাইজান।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দাবাং থ্রী ছবিটি। প্রভু দেবা পরিচালিত এই ছবিতে সালমানের সঙ্গে রয়েছেন অষ্টাদশী সাই মঞ্জরেকর। এবার নবাগতা সাই মঞ্জরেকরের সঙ্গে রোমান্স করলেন এই নায়ক। সেখানে আবার তরুণ সালমানকে দেখা যাবে। এই বিষয়ে সালমান এক সাক্ষাতকারে বলেন, দাবাং থ্রি ছবিতে দেখানো হয়েছে আমার অভিনীত ‘চুলবুল পান্ডে’ চরিত্রটি কোথা থেকে এসেছে। তাই একটা অতীত পরিভ্রমণের ব্যাপার আছে এই ছবিতে। চুলবুলের অতীতকে দেখাতে গিয়ে এই রোমান্স দেখানো হয়েছে।

ছবিতে ‘মুন্না বদনাম হুই’ শিরোনামে একটি আইটেম গান রয়েছে যেটি ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে। যদিও আইটেম গানের বিরুদ্ধে এখন অনেকেই সরব। এই গানগুলো সমাজে অনেক বিপদ ডেকে আনছে, এই বিষয়ে সালমানের ভাষ্য, ‘আইটেম’ শব্দটি আমরা কখনোই দিইনি। এই ধরনের শব্দের প্রয়োগ মিডিয়াই করেছে। আমরা কখনোই মেয়েদের ‘আইটেম’ হিসেবে দেখাতে চাইনি। আর এই ‘আইটেম’ শব্দটির অপব্যবহার আমরা কেন করি? আমি আমার ছবির সংলাপ থেকে শুরু করে সব বিষয়ে যথেষ্ট সতর্ক থাকি। তা সত্ত্বেও বিতর্কে জড়িয়ে পড়ি।

তিন দশক ধরে বলিউডে শাসন করে আসছেন সালমান খান। এর রহস্য জানাতে গিয়ে তিনি বলেন, আমি কখনো নিজেকে সুপারস্টার ভাবি না। সময় ভালো বলে আমার ছবি চলছে। এখন খুব পরিশ্রম করছি। তবে সময় খারাপ এলে এর থেকে ১০ গুণ বেশি পরিশ্রম করতে হবে। আগে সিনিয়রদের সঙ্গে প্রতিযোগিতা ছিল। তখন ভাবতাম, খুবই কঠিন। আজ জুনিয়রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছি। এখন ১০ গুণ বেশি কঠিন চ্যালেঞ্জ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ