• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হ্যাকিংয়ের ঝুঁকিতে টিকটক অ্যাকাউন্ট!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

ব্যবহারকারীদের অজান্তেই তাদের টিকটক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। কারিগরি ত্রুটিকে কাজে লাগিয়ে টিকটক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সম্ভব। এ জন্য বড় ধরনের সাইবার হামলা চালানোরও প্রয়োজন নেই।

ক্ষতিকর লিংকযুক্ত বার্তায় ক্লিক করলেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের দখলে। ফলে গোপনে ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওগুলো মুছে ফেলার পাশাপাশি নতুন ভিডিওও প্রকাশ করা সম্ভব—জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট।

তবে বিষয়টি অস্বীকার করে টিকটক দাবি করছে, ত্রুটিগুলোর সমাধান করেই সর্বশেষ সংস্করণের অ্যাপ উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি তথ্য ফাঁসের অভিযোগে নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ