• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটের কারাবন্দীরা ফোনে কথা বলবেন স্বজনদের সাথে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

এখন থেকে বাগেরহাট কারাগারের বন্দীরা স্বজনদের সাথে মুঠোফোনে কথা বলতে পারবেন।  বুধবার (২৫ মার্চ) বিকেলে বাংলাদেশ কারা অধিদপ্তরের খুলনা বিভাগীয় ডি.আইজি প্রিজন্স মো. ছগির মিয়া বাগেরহাট কারাগারের এই কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বাগেরহাট কারাগারে বিশ বছর ধরে থাকা কয়েদি ইলিয়াস হোসেন তার স্ত্রীর সাথে কথা বলেন। আবেগে আপ্লুত হয়ে পড়েন এই কয়েদী। এসময় বাগেরহাট জেল সুপার গোলাম দস্তগির, জেলার এসএম মহিউদ্দিন হায়দারসহ বাগেরহাট জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার বলেন, বন্দীরা সপ্তাহে একদিন পাঁচ মিনিট করে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে স্বজন হিসেবে বাবা, মা, স্ত্রী, সন্তান, আপন ভাই-বোন এদের সাথেই কথা বলা যাবে। প্রত্যেক মিনিটে এক টাকা করে তাদের পিসিতে জমা টাকা থেকে কর্তন হবে। 

তিনি আরো জানান, তাদের কথাবার্তা পুরোপুরি মনিটরিং করা হবে। ফোনে কথা বলার সময় কারাগারের প্রধানরক্ষী পর্যায়ের একজন কারারক্ষী উপস্থিত থাকবেন। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কথা বলা যাবে। 

তবে কথা বলার জন্য ব্যবহৃত হবে ল্যান্ড ফোন, কোন স্মার্ট ফোন ব্যবহার করা যাবে না বলে জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ