• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

উপকূলের আরো কাছে আবদুল্লাহ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে উপকূলের আরো কাছে নেওয়া হয়েছে।

জাহাজটি এখন সোমালিয়ার উপকূল থেকে মাত্র দেড় নটিক্যাল মাইল বা পৌনে তিন কিলোমিটার দুরে রয়েছে।

সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম। তিনি বলেন, জিম্মি নাবিক ও ক্রুসহ এমভি আবদুল্লাহ উদ্ধারে বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে।

গত মঙ্গলবার মোজাম্বিক থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী কবির গ্রুপের জাহাজটি। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দুরে নোঙর ফেলা হয়।

জিম্মি আবদুল্লাহর সর্বশেষ পরিস্থিতি যা জানা গেলোজিম্মি আবদুল্লাহর সর্বশেষ পরিস্থিতি যা জানা গেলো
এক পর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। এবার নোঙর ফেলা হয় উপকূলের আরো কাছে, মাত্র সাড়ে ৭ কিলোমিটার দুরে। এদিন উপকূলের আরো কাছে নেওয়া হলো।

সরকার ও জাহাজের মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, তারা জিম্মিদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দস্যুদের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ