• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দ্রুতই চলচ্চিত্র নির্মাণে মনযোগী হবো : জাহেদী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

জুলফিকার জাহেদী। একাধারে কবি, গীতিকার, সুরকার ও পরিচালক। তার নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অর্জন করেছে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার। তাছাড়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত জুলফিকার জাহেদীর লেখা ‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’ শিরোনামের গানটি বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

'ছোট বেলায় আমার বাবাকে দেখতাম খাওয়ার টেবিলে অনেকগুলো বই সাজিয়ে রাখতেন আর লিখতেন। তখন না বুঝলেও এখন বুঝি আমার লেখার সূত্রটা সেখান থেকেই। বাস্তবতা আর জীবনের তাগিদে অনেকটা বছর লেখালেখি থেকে দূরে ছিলাম। হঠাৎ আমার পুরানো লেখা দেখে আমার স্ত্রী বলল- তোমারতো লেখার হাত ভাল কিন্তু কেন লেখা বন্ধ করে দিয়েছো। আর সেটিই ছিলো আমার নতুন প্রেরণা'- নিজের লেখা সম্পর্কে এমনটিই বলছিলেন জুলফিকার জাহেদী।

ইউটিউব চ্যানেলে মু্ক্তি পাওয়া 'পকেট' নাটক সম্পর্কে জুলফিকার জাহেদী বলেন, ‘পকেট’ মূলত একটি টেলিফিল্ম। আশরাফুজ্জামান বাবু যখন গল্পটা আমাকে দিলো তখন সেটা পড়ে মনো হলো এই গল্পটা দিয়ে হয়তো জাতীয় পুরষ্কার পাওয়া যেতে পারে। পরে টেলিফিল্ম বানিয়ে ফেললাম। আর এটাই আমার প্রথম পরিচালনায় প্রথম হাত দেয়া। মানুষের বদ অভ্যাস নিয়েই মূলত ‘পকেট’-এর গল্প। কিভাবে এই বদ অভ্যাস একটা মানুষকে উত্থান পতনের দিকে নিয়ে যায়, জীবন থেকে কত কিছু কেড়ে নিতে পারে সেটাই বোঝানো চেষ্টা করেছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ