• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাশিয়ান সালাদে ডায়েট করুন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

সালাদ ভারি খাবারের পাশাপাশিই বেশি খাওয়া হয়। তবে যারা ডায়েট করছেন তারা শুধু সালাদ খেয়েই পেট ভরাতে চান। তাদের জন্য রাশিয়ান এই সালাদটি হতে পারে একেবারে আদর্শ।

খুব অল্প উপকরণে আর কম সময়ে বানিয়ে নিতে পারেন এই সালাদটি। রাশিয়ান এক বাটি সালাদ আপনার পেট ভরাবে খুব সহজেই। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেয়া যাক রাশিয়ান সালাদের রেসিপিটি-

উপকরণ: মুরগির মাংস আধা কাপ, শসা কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, ক্যাপসিকাম অর্ধেকটা, মটরশুটি ১/৩ কাপ, আনারস ১/৩ কাপ, ভিনেগার এক টেবিল চামচ, কালো মরিচ গুঁড়া আধা চা চামচ, মেওনিজ ৩/৪  কাপ,ক্রিম ১/৪ কাপ, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল সামান্য।  

প্রণালী: এই সালাদ তৈরি করতে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিন। একটি পাত্রে লবণ, সামান্য গোল মরিচ গুঁড়া দিয়ে মাংস সিদ্ধ করে টুকরা করে রাখুন। এবার মাংসের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল খুব সহজ আর মজাদার রাশিয়ান সালাদ। এবার সার্ভিং প্লেটে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ