• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চিনি পিঁপড়ামুক্ত রাখবেন যেভাবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

  • চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপডড়াকে আকৃষ্ঠ করে, তেমনি কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলি পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। যেমন লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ের দল।

    চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। পিঁপড়া আসবে না।

  • দারুচিনির গন্ধ পিঁপডড়া মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দুই একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন।
  • চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পরপর সেটি বদলে ফেলুন। পিঁপড়া ভিড়বে না।
দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ