• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শালগুলো এবারের মতো তুলে রাখতে হবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

শীত বিদায় নিয়েছে বেশ কিছু দিন, শীতের কাপড় তুলে রাখার জন্য প্রস্তুতও করা হলো, এরপর অসময়ের বৃষ্টিতে বেশ ঠাণ্ডা গেল কয়েকটা দিন। এবার সময় শীতের পোশাক তুলে রাখার।    

অন্য পোশাকগুলো তো ঠিকঠাক মতোই রাখছেন। প্রিয় শালগুলো নিয়ে চিন্তিত? পশমিনা শাল(কাশ্মীরি শালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শাল ‘পশমিনা’) তুলে রাখার আগে:  

•    ড্রাই-ক্লিন করে নিন 

•    শাল একটি তাকে বা বাক্সে সংরক্ষণ করতে হবে

•    শালের সঙ্গে ন্যাপথালিন দিয়ে রাখবেন না।  

যদি ঘরে পরিষ্কার করতে চান 

•    পাঁচ লিটার পানিতে এক আধা কাপ শ্যাম্পু দিয়ে শাল ভেজান 
•    হালকা হাতে ঘষে 
•    আলাদা পাত্রের পানিতে ধুয়ে নিন 
•    এবার চেপে বাড়তি পানি ঝড়িয়ে 
•    পরিষ্কার সমতল জায়গায় শুকিয়ে নিন 
•    শাল কড়া রোদে দেবেন না। 

পশমিনা শালগুলো আভিজাত্যের প্রতীক, যত্ন করে ব্যবহার করুন। তাহলে বহু বছর শালটি থাকবে নতুনের মতো।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ