• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

পাকিস্তানি কায়দায় বারবার সংবিধান লঙ্ঘিত হয়েছে: প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

৭৫-পরবর্তী সময়ে পাকিস্তানি কায়দায় বারবার সংবিধান লঙ্ঘন করা হয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অস্ত্রের জোরে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের অবৈধ ঘোষণা করে জনগনকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে বাংলাদেশের বিচার বিভাগ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয় সাংবিধানিক আদালত সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনি আয়োজনে তিনি একথা বলেন। এতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও ভারতের বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কখনও একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এ সময় ভারতীয় জনগণ সৌভাগ্যবান, কারণ সেদেশে ধারাবাহিক গণতন্ত্র অব্যাহত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও প্রশাসনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। নিজের পরিবারের মতো আর কেউ যাতে বিচারহীনতার শিকার না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন। বলেন, এরইমধ্যে মামলার জট কমা শুরু হয়েছে। এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে বিচারকদের বাংলায় রায় প্রদানের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।a

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ