• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

উচ্চশিক্ষার মানোন্নয়ন করতে হবে : রাষ্ট্রপতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

দেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বঙ্গভবনে প্রত্যয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলো যাতে এগিয়ে আসে সে ব্যাপারে কাউন্সিলকে পদক্ষেপ নিতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি গুণগত শিক্ষাও অর্জন করতে হবে। তিনি আরও বলেন, জ্ঞানবিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোয় যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দিতে হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং উচ্চ শিক্ষার মানোন্নয়নে কাউন্সিল কর্তৃক গৃহীত নানা পদক্ষেপসহ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ