• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

মেট্রোরেলের ভাড়ার উপর ভ্যাট আরোপ অযৌক্তিক: ওবায়দুল কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ মে ২০২৪  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের যাত্রীদের ভাড়ার উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপে এনবিআরের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের জন্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীর ১৪০ শহরের মধ্যে ঢাকা ৩০ এর উপরে। ঢাকা শহরের যে বাসগুলো চলে তা গরিবের চেহারার। দেশের উন্নয়ন অর্জনের সাথে বাসগুলোর চেহারা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়ীগুলো সরিয়ে নিতে সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

এসময় ফার্মগেটের আনোয়ারা পার্কটি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন নিয়ে বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। ঢাকা শহরসহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময় বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ