• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

দুর্গত এলাকা বৃহস্পতিবার পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করবেন। তবে আমরা এখনও অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।

এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছি আমরা। সময়মতো সব তথ্য জানানো হবে।

২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য এলাকা।   

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ