• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর জীবন ও কর্ম নিয়ে বিকেলে আলোচনা সভা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

সদ্যপ্রয়াত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ (৬ আগস্ট) বিকেল ৩টায় জুম অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল আলোচনা সভা হবে।

আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ধর্ম প্রতিমন্ত্রীর সহধর্মিণী বেগম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সৌদি সরকারের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নূরী, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মো. আব্দুল হামিদ জমাদ্দার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইস্ট এশিয়া) ফয়সাল আহমেদ, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর (হজ) মুহাম্মদ মকসুদুর রহমান, হজ অফিস ঢাকার পরিচালক (হজ ) মো. সাইফুল ইসলাম, হাব এবং আটাবের নেতৃবৃন্দ।

১৩ জুন রাত ১১টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর দিন জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ