• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারি এসজে উচ্চ বিদ্যালয় হুলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এই বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতার পক্ষে সরকারি এসজে উচ্চ বিদল্যায় এবং বিপেক্ষ পাইলট বালক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সরকারি এসজে উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি এসজে উচ্চ বিদ্যালয়ের প্রাচুর্যা দাস।

বির্তক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন এসএম জাহিদ রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ড. কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান ফারুক। সময় নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ