• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় আউশ ধানের নমুনা শস্যকর্তন শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় CSAWM ( ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার  এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট) প্রকল্পের  আওতায় আউশ ধানের নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। 

শুক্রবার   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়ার আয়োজনে কোটালীপাড়ার বান্ধাবাড়ী ইউনিয়নের মধুর নাগরা গ্রামে বাস্তবায়ীত CSAWM (ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেমেন্ট)  ( ডিএই পার্ট)  প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল ফসল / জাতের আবাদ প্রদর্শনীর আউশ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।  

কোটালীপাড়ার বান্ধাবাড়ী ইউনিয়নের মধুর নাগরা গ্রামের ইকবাল হাওলাদার ও মনির ঢালীর জমিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার  কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার  মনি হালদার,রমেন্দ্র নাথ হালদার, বিকাশ সরকার, টিপু কির্তুনীয়া ও  নিগম অধিকারী, প্রদর্শনীর চাষি ইকবাল হাওলাদার, মনির ঢালী , মিন্টু হাওলাদার, সিরাজ মোল্লা, সুমন্ত বৈদ্য, শফিক শেখ, হারুন ঢালী সহ প্রায় ৩০ জন কৃষক। 

অনুষ্ঠানে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে আমাদেরকে জানান এ বছর কোটালীপাড়ায় ৯০৫ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে, যা গতবারের তুলনায় অনেক বেশি । ফলন গত বারের চেয়ে বেশি হবে। চাষী ইকবাল হাওলাদার বলেন প্রদর্শনী পেয়ে আউশ ধান আবাদ করতে পারায় আমি ভীষণ খুশি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ