• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় বিদ্যুৎ কুমার ভৌমিক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী বিদ্যুৎ কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের বীরেন ভৌমিকের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, ব্যবসায়ী বিদ্যুৎ কুমার ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। প্রতিদিনের মতো আজ ভোরেও হাঁটতে বের হন তিনি। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ