• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ০৯নং রাজপাট ইউনিয়নে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ০৯নং রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলটন মিয়া(কুটু) নিজেস্ব তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবকে ভাগাভাগি করে নিতে তাদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।

অনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হাইশুর কালি মন্দির ও পাঁচ কাহনিয়া মল্লিক বাড়ী হরি মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ২টি ওয়ার্ডের প্রায় ৮০০ দরিদ্র অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

০৯নং রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলটন মিয়া(কুটু) এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শুশীল বিশ্বাসের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ নিজাম, রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম, আওয়ামী লীগের নেতা মোঃ জাকারিয়া,ষ্টষকাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, হাইশুর কালি মন্দিরের সভাপতি শুশিল বাগচি, সাধারন সম্পাদক জগদীশ বিশ্বাস, রাজপাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরে-আলম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান শেখ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস মোল্যা, রাজপাট ইউনিয়ন পরিষদের সদস্য রাম বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমা বেগম,লিপি বেগম,নিপা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ