• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিজের তৈরি পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩  

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নিখিল চৌধুরীর ছেলে।

কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুষার মধু বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অমল চৌধুরী তার জমির ফসল বাঁচাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। গত শনিবার (২৮ অক্টোবর) রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়িতে চলে যান।

পরে রোববার সকালে ফসল দেখতে নিজ জমিতে গেলে অসাবধানতাবশতা নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদ আটকা পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা দুপুরের দিকে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ