• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাতে ঘেরের মাছ ধরে বিক্রির অভিযোগে মামলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে ঘেরের মাছ ধরে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন ভুক্তভোগী স্থানীয় ইউপি সদস্য মো. মিল্টন ফকির। আজ শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের দায়িত্ব পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
 
ভুক্তভোগী মো. মিল্টন ফকির বলেন, ‘১ ডিসেম্বর গভীর রাতে আমার ঘের থেকে মাছ ধরেন নাসিম ফকির, সাদ্দাম ফকির, হাসান ফকির, হেলাল ফকির, ইমরান ফকির, বাবুল ফকির, মিলন ফকির, আফসার ফকির, তোতা ফকির, বাবলি মোল্লা, নাহিদ মোল্যাসহ অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১২ জন। মাছ ধরার বিষয়টি জানতে পেরে আমি ঘেরে যাই। তখন তারা আমার হাত-পা বেঁধে ভোর পাঁচটা পর্যন্ত মাছ ধরে। মামলায় সবাইকে আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে মামলা করলে আমাকে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি দেয় আসামিরা। আমাদের গ্রামে গত ৩০ অক্টোবর আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক সেনা সদস্য চৌধুরী রফিকুল ইসলাম আনছারকে কুপিয়ে হত্যা করা। সেই হত্যা মামলায় আমাকে আসামি করা হয়। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছি।’ 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ