• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটলীপাড়ায় কম্বল বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সেখানে এ পর্যন্ত ৭ হাজার ১৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।  
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, এ পর্যন্ত  দু’ দফায় সরকারি ভাবে ৬ হাজার ৭২০টি কম্বল বিতরণ করা হয়েছে। তন্মধ্যে প্রথম দফায় ৫ হাজার ৪শ’টি এবং দ্বিতীয় দফায় এক হাজার ৩২০টি। এছাড়া বেসরকারি খাত থেকে পাওয়া ৪৫০টি কম্বলও বিতরণ করা হয়েছে।
গত কয়েক দিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বিপর্যন্ত হয়ে পড়েছে কোটালীপাড়ার জনজীবন। রাস্তা-ঘাট, হাট-বাজারে কমে গেছে লোক সমাগম। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে আজ বুধবার ভোরে কুরপালা আশ্রায়ণ প্রকল্পে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। 
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নারিকেল বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ