• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘বেগম জিয়াকে মুক্ত করতে আইনি লড়াই করতে হবে’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ জুন ২০১৯  

আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায় বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে, নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় সফল হচ্ছে না তাদের আন্দোলন। তারা বলছে, বেগম জিয়াকে মুক্ত করতে প্রয়োজনে আইনি লড়াই করতে পারে দলটি, কিন্তু আন্দোলন করে মুক্তি সম্ভব নয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় দেড় বছর ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভা আর মানববন্ধনের মধ্যেই এখনো সীমাবদ্ধ চেয়ারপারসনের মুক্তি আন্দোলন। সরকারবিরোধী জোরালো কোনো কর্মসূচিতে শক্ত জনসমর্থন গড়ে তুলতে পারে নি দলটি।
দলীয় নীতি নির্ধারণকারী পর্যায়ের নেতারা বলছেন, চেয়ারপারসনের মুক্তির জন্য এখনো আন্দোলনের পথ খুঁজছেন তারা। রয়েছে ঈদ পরবর্তী কর্মসূচির পরিকল্পনাও।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে জবাবদিহিতার কোন জায়গা, এমন পরিস্থিতিতে বেগম জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি সেজন্য প্রস্তুতি নিচ্ছে। 
তবে, বিএনপি'র আন্দোলন প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য জানান, দলীয় ব্যর্থতা আর অস্তিত্বের সংকটে থাকায় গতি পায় নি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, বেগম জিয়া কোন রাজনৈতিক কারণে জেলে নেই তিনি জেলে আছেন দুর্নীতির কারণে। বিএনপির প্রমাণ করতে হবে বেগম জিয়া দুর্নীতি করেন নি, তার জন্য বিএনপিকে আদালতে যেতে হবে। 

আইনি লড়াই, এবং সাংগঠনিক সক্ষমতার প্রশ্নে বিএনপি'র রাজনীতি কোথায় গিয়ে ঠেকবে, তা সময়ই বলে দেবে বলেও মত তার।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ