• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্ধারণ হলো জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

ধীরে ধীরে এগিয়ে আসছে ঈদুল ফিতর। এই ঈদের অন্যতম একটি ইবাদত ফিতরা প্রদান। এবছর অর্থাৎ হিজরি ১৪৪৫ সনের জন্য সাদাকাতুল ফিতরের সর্বোচ্চ ও সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

গম/আটা দিয়ে ১১৫ টাকা, যব দিয়ে ৪০০ টাকা, খেজুর দিয়ে ২৪৭৫ টাকা, কিসমিস ২১৪৫ এবং পনির দিয়ে ২৯৭০ টাকার স্থানীয় মুল্যে কিছুটা তারতম্য থাকায় স্থানীয় বাজার মূল্যে পরিশোধ করলেও চলবে।

ইসলামী শরীয়াহ মতে, নেছাব পরিমাণমালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ